ভোলায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০

ভোলা প্রতিনিধি: “পর্যটনই বাস্তব উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলায় পর্যটনের অপার সম্ভবনা রয়েছে। পৃথিবীর অনেক ছোট ছোট দেশ পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হচ্ছে। আমাদেরও সম্ভবনাকে কাজে লাগাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বলেন, ভোলায় পর্যটন শিল্পের বিকাশে সকল ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। ইতিমধ্যে এখানের পর্যটন শিল্পের বিকাশে অনেক কাজ করা হয়েছে । বর্তমানে শিশুরা বই ও মোবাইল টিভি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। তাই তাদের ঘুরতে নিয়ে গেলে তারা নতুন নতুন জিনিস শিখবে। তার আসক্তি দূর হবে। লেখাপড়ায়ও তারা মনোযোগী হবে।

আলোচনা শেষে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এনএইচ/

মন্তব্য করুন