
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন- স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝাউপাড়া গ্রামের বাসিন্দা মনজুরুল ইসলাম মনজু জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। শনিবার দিনরাত মুষলধারে বৃষ্টি হয়। এতে করে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধসে পড়ে।
এনএইচ/

