ঢাকা-সিঙ্গাপুর রুটে ১ অক্টোবর থেকে ফ্লাইট চালু

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

পহেলা অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকেও কেনা যাবে টিকিট। এর পাশাপাশি টিকিট পাওয়া যাবে ট্র্যাভেল এজেন্ট ও বিমানের বিক্রয় কাউন্টার থেকেও। এর আগে চলতি বছর ৪ জুলাই করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত করা হয় সিঙ্গাপুরের সঙ্গে বিমানের ফ্লাইট।

এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এনএইচ/

মন্তব্য করুন