
এম.এস আরমান,নোয়াখালী : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দুর্যোগপূর্ন আবহাওয়ার মধ্যে স্রোতের টানে মাছধরা ট্রলাডুবির ঘটনা ঘটেছে ।
শুক্রবার রাত আনুমানিক ০৩ঘটিকার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সংলগ্নে মেঘনা নদীতে এই দূর্ঘটনা ঘটে।
স্থানিয় সূত্রে জানা যায়, চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধরার জন্য নদীতে গিয়ে হঠাৎ প্রচন্ড দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ৮ জেলে সাঁতরিয়ে কূলে উঠে এলেও অনেক খোঁজাখুঁজির পর ইনসাফ (১৬) ও রাজিব (১২) নামের দুই জেলের লাশ উদ্ধার করে হাতিয়া থানা ও নৌ-পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
এনএইচ/

