পদ্মায় চলছে ড্রেজিং, ফেরি কবে চালু হবে জানে না কেউ

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

নাব্যতা সংকটে সপ্তম দিনের মতো বুধবার (৯ সেপ্টেম্বর) কাঁঠালবাড়ি– শিমুলিয়া নৌপথে বন্ধ রয়েছে ফেরি চলাচল । গুরুত্বপূর্ণ এ নৌপথে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও হাজার হাজার যাত্রী।

এ অবস্থায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন। অবৈধভাবে ঝুঁকি নিয়ে চলছে ট্রলারও। ঘাটে ১৩ দিন ধরে আটকে আছে পণ্যবাহী ট্রাকও। আটকাপড়া ট্রাকের লোকজন দিনের পর দিন মানবেতর দিনাতিপাত করছেন।

এদিকে নাব্য সংকট নিরসনে লৌহজং টার্নিং ও পদ্মা সেতুর ২৬ থেকে ২৪ নম্বর খুঁটি পর্যন্ত ড্রেজিং চলছে। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পুরো নাব্য ফিরেনি। পদ্মা সেতুর কাছে অনেক স্রোত, সেখানেই এখন ড্রেজিং চলছে বেশি।

এনএইচ/

মন্তব্য করুন