কোম্পানীগঞ্জে সাউথইষ্ট ব্যাংক থেকে উধাও মুহিন উদ্দীন

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০

এম.এস আরমান, নোয়াখালী: ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারস্থ সাউথইষ্ট ব্যাংক থেকে টাকা উত্তলন করতে গিয়ে আর ফিরে আসেনি মুহিন উদ্দীন (৩৩) নামের এক গ্রাহক।

মুহিন উদ্দীন বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড শান্তিপাড়ায় হাজী ওয়াজ উদ্দীন মিয়াজী বাড়ির মৃত আব্দুল হকের ছোট ছেলে ।

জানা যায়, ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় মুহিন উদ্দীন নিজ বাড়ি থেকে সাউথইষ্ট ব্যাংকে টাকা উত্তোলনের জন্য বেরিয়ে যায়, দুপুর ১২ টায় পরিবার থেকে তার সাথে ফোনে যোগাযোগ করলে ৩০ মিনিটের মধ্যে বাড়িতে আসার কথা বলেও না আসায় পুনরায় যোগাযোগ করতে গেলে মুহিন উদ্দীনের ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা ৬ টায় মুহিন উদ্দীনের ফোন থেকে একটি কল আসলে তার স্ত্রী রিসিভ করেন,তখন মুহিন উদ্দীন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলেন আমি ঢাকায় আসছি এক অপরিচিত ব্যক্তির সাথে, কাল চলে আসবো বলে ফোন রেখে দেন মুহিন উদ্দীন,তারপর থেকে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব না হলে তার স্ত্রী বিবি আয়েশা আক্তার সুমি বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ডায়েরি করেন।

মুহিন উদ্দীনের স্ত্রী বিবি আয়েশা আক্তার সুমি উক্ত প্রতিবেদককে অনুরোধ জানিয়ে বলেন আপনারা যারা গণমাধ্যমকর্মিরা আছেন সকলে চেষ্টা করলে আমি আমার স্বামীকে ফিরে পাবো ইনশাআল্লাহ ।

উল্লেখ্য, মুহিন উদ্দীনের অবস্থান জানানোর জন্য বিবি আয়েশা আক্তার সুমির (মুহিন উদ্দীনের স্ত্রী) নাম্বার দেয়া হলো 01877162326 ।

এনএইচ/

মন্তব্য করুন