

পাবলিক ভয়েস: মাগুরা-লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী ও আপন বিশ্বাস (৮) নামে একটি শিশু এবং সরকারি কর্মকর্তা নিহত হয়েছে।
সোমবার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার নলদাহ গ্রামে এবং দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীন্দর এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তমাল। পথে স্থানীয় নলদাহ মোড়ে পৌঁছালে ইটবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তমাল মারা যায়।
তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মীন্দর এলাকায় রাস্তা পার হচ্ছিলো আপন। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আপন রাজবাড়ী জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।
এদিকে, লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক সরকারি কর্মকর্তা নিহত ও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার রাজিবপুর ও যাদৈয়া এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। নিহত কাজী সিরাজ উদ্দিন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সকালে পার্বতীনগর ও বাঙ্গাখাঁ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য উপজেলা পরিষদ থেকে বের হন স্বাস্থ্য পরিদর্শক সিরাজ উদ্দিন। তিনি অটোরিকশাযোগে পার্বতীনগর যাচ্ছিলেন। এ সময় রাজিবপুর এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ ইউনুছ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আশঙ্কাজনক ৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে চালকসহ সহযোগীরা পলাতক রয়েছে।