

ইউরোপীয় ইউনিয়নের সিইভি ইউ-নাইনটিন চ্যাম্পিয়নশিপ ভলিবল খেলায় তুরস্কের অনুর্ধ্ব-১৯ দলের মেয়েরা স্বর্ণপদক জিতেছে।
খেলাটির ফাইনালে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় তুরস্কের মেয়েরা। সিইভি ইউ-নাইনটিন চ্যাম্পিয়নশিপের ২৭ তম আসর ছিলো এটি।
ফাইনাল খেলাটি বসনিয়া এবং হার্জেগোভিনার শহরের জেনিকাতে অনুষ্ঠিত হয়েছিল।