

১০ই মহররম পবিত্র আশুরা উপলক্ষে আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ দা.বা. এর প্রতিষ্ঠিত ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’য় কারবালার শিক্ষা ও বেদনাবিদুর ঘটনা সম্পর্কে তথ্যবহুল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ এর সভাপতিত্বে বা’দ যোহর থেকে আছর পর্যন্ত এ মহতি অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।
প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতি বেলাল আহমদ।
কুরআনে পাকের তেলাওয়াত ও মারকাযের তারানার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফতোয়া বিভাগের ২য় বর্ষের ছাত্র মুহাম্মাদুল্লাহ, মাহবুব সানী, ১ম বর্ষের ছাত্র মুখলেছুর রহমান, হাদীস ২য় বর্ষের সাদ, হাদীস ১ম বর্ষের শেখ জাহেদ, আরবী সাহিত্য বিভাগের আরমান হোসাইন সহ প্রায় ১০ জনের মত ছাত্র বক্তব্য রাখেন।
আলোচনায় ছাত্ররা আশুরার শিক্ষা নিয়ে বিস্তর গবেষণামূলক কথা বলেন এবং কারবালার মর্মান্তিক ঘটনার শিক্ষা নিয়ে আলোচনা করেন। সর্বশেষ মারকাযের শিক্ষক মুফতি ইতেসাম বিল্লাহর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।