

আল্লামা হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা মাওলানা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দেশের প্রখ্যাত হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ হয়ে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শে কামরাঙ্গিরচর মাদ্রাসার নিজ বাসায় অবস্থান করছেন।
তিনি ব্রেইন, স্মৃতিশক্তি ও চোখের সমস্যায় ভুগছেন , এর আগে এই সকল সমস্যার জন্য উচ্চতর চিকিৎসার জন্য ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চোখের সমস্যার জন্য বারডেম,ইসলামিয়া ও বাংলাদেশ আই হাসপাতালে একাধিক অপারেশন হয়েছে।
তিনি ১৯৬৪ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কুরআন ও হাদিসের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। বর্তমানে তিনি প্রায় ১৫ টি মাদ্রাসায় শাইখুল হাদিসের পদে অধিষ্ঠিত আছেন। ৪২ বছরের অধিক সময় যাবত সর্বোচ্চ হাদিস গ্রন্থ সহিহ বুখারীর দরস দিয়ে আসছেন।
হাটহাজারী মাদ্রাসা থেকে তাকমিল শেষ করে স্বীয় ওস্তাদ ও পীর ততকালীন হাটহাজারীর মুহতামিম আল্লামা আব্দুল ওয়াহহাব রহ. নির্দেশে প্রথমে ফেনীর শর্শদী মাদ্রাসা এবং স্বাধীনতার পর ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম, শাইখুত তাফসির এবং সদরে মুফতির দায়িত্ব পালন করেন। অত:পর তিনি মালিবাগ, পীরজংগী, তাতিবাজার, মুহাম্মদপুর জামেয়া মুহাম্মদিয়া, মিরপুর ১১ জামেয়া মুহাম্মদিয়ায় বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব, মান্তেক,বালাগাত ও তাফসিরের কিতাব পাঠদান করেন।
বর্তমানে তিনি কামরাংগীরচর নূরিয়া,আজিমপুর মাদ্রাসা, মুসলিমবাগ মাদ্রাসা, মিরপুর জামেউল উলুম, সাভার ব্যাংক কলোনী মাদ্রাসাসহ অসংখ্য মাদ্রাসায় বুখারি পাঠদান করেন এবং গাজীপুর জেলার টংগী বাজার কেন্দ্রীয় মসজিদে প্রায় ৩০ বছর জাবত খতিবের দায়িত্ববহন করছেন।
বর্তমানে তিনি অসুস্থ হয়ে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাকে পরিপুর্ন সুস্থতা দান করে আবার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন।