মা-মেয়েকে পেটানোর ঘটনায় চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

চকরিয়া মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নির্যাতিত মা পারভিন আকতার (৪২) বাদী হয়ে মঙ্গলবার চকরিয়া থানায় মামলা একটি করেন।

আসামিরা হলেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম, উত্তর হারবাং বিন্দারবানখীল এলাকার মাহবুবুল হকের ছেলে নজরুল ইসলাম, ইমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন ও জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন।

রবিবার দিবাগত রাতে এই তিন আসামি গ্রেফতার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছে। চেয়ারম্যান পলাতক। বিষয়টি জানিয়েছেন চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুক। শুক্রবার দুপুরে হারবাংয়ের দক্ষিণ পহরচাঁদা এলাকায় গরু চুরির অভিযোগে মা-মেয়েসহ ৫ জনকে আটক করে স্থানীয়রা।

সেখানে মা-মেয়ের কোমরে রশি বেঁধে টেনে নিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর এটি শনিবার সবখানে জানাজানি হয়। এ ঘটনায় এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নেয় চকরিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মামলাটি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিচারক রাজিব কুমার দেব। একই ঘটনায় কক্সবাজার জেলা প্রশাসক ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আই.এ/

মন্তব্য করুন