
‘গরুচোর’ অপবাদ দিয়ে বৃদ্ধ মা এবং তরুণী মেয়েকে কোমরে রশি বেঁধে গ্রামের রাস্তায় ঘুরিয়ে ঘুরিয়ে পিটিয়েছে একদল দুর্বৃত্ত। ভয়াবহ ঘটনাটি এতটুকুতেই শেষ হয়নি।
আধমরা মা-মেয়েকে নিজের কার্যালয়ে ডেকে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান। সেখানে চলে আরেক দফা বর্বরতা। চেয়ারম্যান নিজ হাতে প্রহার করেন অসহায় মা-মেয়েকে।
গতকাল রাত থেকেই মা-মেয়ের রশি বাঁধা ছবি স্যোশাল মিডিয়ায় ঘুরছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার এমন বর্বর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সীমান্ত চকরিয়ার হারবাং ইউনিয়নের পহরচাঁদা এলাকায়।
স্থানীয়দের ভাষ্য, পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তির গরু চুরির ঘটনায় এই দুজনসহ মোট চারজনকে অভিযুক্ত করা হয়।
এলাকার কিছু দুর্বৃত্ত মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে নির্যাতন করে। এক পর্যায়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের কাছে।
সেখানে চলে আরেক দফা নির্যাতন। পরে পুলিশ ডেকে মুমূর্ষু দুই নারীকে তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ মা-মেয়েকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে চকরিয়া থানার হারবাং তদন্ত কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে দেখি মা ও মেয়ে ভীষণ অসুস্থ। তাই তাদেরকে উদ্ধার করাই ছিল প্রথম কাজ।
ঘটনার বিস্তারিত জানারও চেষ্টা করিনি, কারণ আগে এই দুই নারীকে বাঁচাতে হবে। তারা হাসপাতালে চিকিৎসাধীন, একটু সুস্থ হলেই ঘটনার ব্যাপারে বিস্তারিত জেনে দোষীদের আইনের আওতায় আনা হবে।
আই.এ/

