ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে প্রাইভেটকারের চালকসহ এক নারী ও শিশু রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভালুকা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকার ট্রাফিক পরিদর্শক কাজী আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যান। উদ্ধারকাজ এখনো চলছে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।###

এনএইচ/পাবলিক ভয়েস

মন্তব্য করুন