বর্ষণ ও জোয়ারের পানিতে হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে পানিতে বেড়িবাঁধ ভেঙে আটটি ইউনিয়নের ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষেতের পাকা আউশ ধান ও বসতবাড়ী।

স্থানীয়রা জানান, গত ১৯ আগস্ট থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুম দ্বীপ, সোনাদিয়া, তমরদ্দি, সুখচর, চরঈশ্বর, নলচিরা, হরণী ও চানন্দী ইউনিয়নের প্রায় ২৫ গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এবার বেড়িবাঁধ মেরামত না করায় ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সময়ে জোয়ারের পানিতে এলাকাগুলো সহজে প্লাবিত হয়।

এছাড়া নতুন করে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা ও তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে প্রায় ৫০ পরিবারের বসতঘর ভেসে গেছে। অনেকে বেড়ির ওপরে খোলা আকাশের নিচে বসবাস করতে দেখা যায়।

এদিকে আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত না করায় সুখচর ইউনিয়নের চর আমানউল্যা, বৌ বাজার, চেয়ারম্যান বাজার। নলচিরা ইউনিয়নের তুপানিয়া, নলচিরা ঘাট এলাকা। চর ঈশ্বর ইউনিয়নের তালুদার গ্রাম, ফরাজী গ্রাম, ৭ নম্বর গ্রাম, মাইচ্চা মার্কেট এলাকা প্লাবিত হয়। এসব এলাকার প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আই.এ/

মন্তব্য করুন