পটুয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

পটুয়াখালী প্রতিনিধি: স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় স্কাউট ভবনে পটুয়াখালী মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জহির মেহেরুন নাসিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।

এ আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছা সেবকলীগ,শ্রমিকলীগ ও মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার,জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব গাজী হাফিজুর রহমান শবীর, ডিব্লিউএফ নাসিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলাম,সঞ্চালক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী মহিলা শ্রমিক লীগের সদস্য সচিব মোসা. নাসিমা জাফর আরো বক্তব্য রাখেন সেচ্চাসেবক লীগ সভাপতি সাহানুর হক, জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলার সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মৃধা, মহিলা শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক মোসা: মিনারা বেগম, যুগ্ন আহ্বায়ক উম্মে কুলসুম প্রমুখ।

আই.এ/

মন্তব্য করুন