রূপপুর প্রকল্পে শ্রমিকের মাথায় পাইপ পড়ে নিহত

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

পাবলিক ভয়েস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মাথায় পাইপ পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৫) ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পূর্বপাড়া গ্রামের হায়দার বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাসেল লক্ষীকুন্ডা থেকে পাওয়ার ট্রলিতে ইট নিয়ে গ্রিনসিটিতে যান। অন্য শ্রমিকরা ইট আনলোড করার সময় রাসেল পাশে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎ নির্মাণাধীন পদ্মা কোম্পানীর ২০তলা একটি বিল্ডিং থেকে বিশালাকৃতির পাইপ রাসেলের মাথায় পড়ে।

এতে রাসেল মারাত্মক আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন