আইসোলেশন শেষে পূনরায় কর্মস্থলে ওসি আরিফুর রহমান

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

এম.এস আরমান,নোয়াখালী:  নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান প্রায় দীর্ঘ একমাস আইসোলেশন শেষে পূনরায় কর্মস্থলে যোগদিলেন আজ। গত ২১ জুলাই তার করোনা পজিটিভ আসলে তিনি হোম আইসোলেশনে চলেযান।

আজ বুধবার (১৯ আগস্ট) ওসি আরিফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন থানার সকল পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন সভাপতি, এ এইচ এম মান্নান মুন্না,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল,
সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রণি,বসুরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নিজাম, , এম.এ রহিম, সাহাব উদ্দিন সোহাগ, এম.এস আরমান প্রমুখ।

এর আগে সকাল ১০ টার সময় নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যলয়ে পুলিশ সুপার আলমগীর হোসেন ওসি আরিফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওসি আরিফুর রহমান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে আতংকিত হওয়া যাবে না। সুরক্ষা পেতে সচেতন হওয়া জরুরি। সচেতনতা অবলম্বন করে আইসোলেশনের নিয়ম মেনে চললে দ্রুত এ ভাইরাস থেকে মুক্ত হওয়া সম্ভব।

উল্লেখ্য, করোনা সংক্রমনের শুরু থেকেই লকডাউন বাস্তবায়ন, জনগনকে সচেতন করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রন, মাস্ক বিতরণ, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ অন্যান্য কাজে পুলিশ সদস্যদের নিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন ওসি আরিফুর রহমান।

আই.এ/

মন্তব্য করুন