

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দল গতকাল (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেন এবং কওমী মাদরাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ করেন।
বৈঠকের ২৪ ঘন্টা না যেতেই কওমী মাদরাসা খোলার অনুমতি এসেছে সরকারের কাছ থেকে। এমনটাই জানিয়েছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ। তবে এখনও কোনো প্রজ্ঞাপন জারী হয়নি বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি।
তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন – আলহামদুলিল্লাহ। সুখবর। মুহতারাম কাওমী উলামা! আপনারা দুআ করেছেন। আমরা চার বন্ধু মেহনত করেছি। আল্লাহ আপনাদের সেহেরগাহী ও কান্না কবুল করেছেন। তাই এখন হিফজখানার পর কিতাবখানার জন্যও সুখবর চলে আসছে। তবে মহামারী থেকে সাবধানতা ও সুরক্ষা গ্রহণে যেন ত্রুটি না ঘটে।
কাজেই ছাত্রদের পরীক্ষার আয়োজন গ্রহন করুন। অনুমতি হয়ে গিয়েছে। শোকর আলহামদু লিল্লাহ। – ড. মুশতাক আহমদ।
এই ঘোষণার পর দেশের কওমী মাদরাসাগুলো খুলে দিতে আর কোনো বাধা রইলো না বলেই মনে করা হচ্ছে। এখন চাইলে দেশের যে কোনো কওমী মাদরাসাই তাদের শিক্ষা কার্যক্রম চালু করতে পারে।
এর আগে গতকাল বলা হয়েছিলো প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করা হবে এবং মাদরাসা খুলে দেওয়ার বিষয়ে তার অনুমতি চাওয়া হবে। এরপরই আজ এ ঘোষণা এলো।
প্রসঙ্গত, ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। এরও আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দিয়েছিল।