একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

কুমিল্লায় অস্ত্রোপচার ছাড়াই জন্ম নেওয়া ৫ সন্তানের মধ্যে মারা গেছে ৩ জন। এখন ১ ছেলে ও ১ মেয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

নুরানী মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান সন্তানদের বাঁচাতে সকলের সহায়তা কামনা করেছেন। এর আগে গত বুধবার দুপুরে জেলার লাকসাম জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন শারমিন আক্তার নামের এক গৃহবধূ। এর মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে।

নবজাতকদের বাবা কুমিল্লার লাকসাম উপজেলার পৌলাইয়া গ্রামের বাসিন্দা চৌদ্দগ্রাম নুরানি মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান বলেন, তার প্রথম সন্তান (ছেলে) দুই বছর আগে মারা যায়। এবার পাঁচ সন্তান হওয়ায় তিনি মহাখুশি হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে কুমিল্লায় আনার পথে ২ জন এবং ঢাকায় একজন মারা গেছে। এখন ২ নবজাতককে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেন, মাদ্রাসা থেকে মাসে ৬ হাজার টাকা বেতন পাই। এই টাকায় সংসারই চলে না। এরই মধ্যে সন্তানদের চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো ২ সন্তানকে বাঁচাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আই.এ/

মন্তব্য করুন