গুলিতে নিহত মা, হাসপাতালে ছেলে

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ওই নারীর ছেলেও। গতকাল শুক্রবার দিবাগত রাত অনুমানিক দেড়টার দিকে জেলার দীঘিনালা উপজেলায় এই ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম মোর্শেদা বেগম (৪৫)। তিনি সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেকের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ১০ বছর বয়সী ছেলে মোহাম্মদ আহাদ।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ করে আবদুল মালেকের ঘর লক্ষ্য করে গুলি ছোড়ে। কিছুক্ষণ এলোপাতাড়ি গুলি ছোড়ার পর তারা সেখান থেকে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন মোর্শেদা বেগম ও তার ছেলে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরো জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তার ছেলে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে। ময়নাতদন্তের জন্য মোর্শেদার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, এ ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন