চট্টগ্রামে বস্তিতে আগুন, শিশুসহ ২ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার একে খান এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্র্রোল রুম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি কাজ করছে। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। তবে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া আজমনগর বস্তিতে শতাধিক বসতঘর রয়েছে। আগুনে অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন