কাশ্মীরে ভারত কর্তৃক গণহত্যা চালানো হয়েছে : পাকিস্তান সেনাবাহিনী

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

ভারত অধিকৃত কাশ্মীরকে অবরুদ্ধ রেখে কাশ্মীরিদের উপর গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার প্রধান মেজর জেনারেল বাবর ইফতিখার।

তিনি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক মিডিয়া ব্রিফিংয়ে এই অভিযোগ করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এর মহাপরিচালকের পক্ষে তিনি ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় নিপীড়ন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন আজ। খবর দ্য ডনের।

তিনি বলেন – “আজাদী (স্বাধীনতা) একটি বিশাল আশীর্বাদ”।একজন অধিকৃত কাশ্মীরের বাসিন্দা ও তার মায়ের কাছ থেকে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করুন। দেখবেন তারা কতটা অসহায় অবস্থায় আছেন।

তিনি অভিযোগ করে বলেন – ভারত “অধিকৃত কাশ্মীরে অমানবিক অবরোধ বিগত এক বছর অব্যাহত রয়েছে। সেখানে গণহত্যা করা হচ্ছে এবং অধিকৃত অঞ্চলে ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

মেজর জেনারেল ইফতিখার বলেছেন, “পূর্বপরিকল্পিত চিন্তা ও পরিকল্পনার আওতায় ভারত এই অঞ্চলের মুসলিম জনসংখ্যার পরিবর্তন করতে সেখানে বসবাসরত মুসলমানদের উচ্ছেদ করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন – সন্ত্রাসবিরোধীতার নামে সেখানে যুবকদের শহীদ করা হচ্ছে এবং অজ্ঞাত স্থানে দাফন করা হচ্ছে। “তিনি উল্লেখ করে বলেন – কাশ্মীরিদেরকে ভারতীয় বাহিনীর বন্দুকের লক্ষ্যবস্তু করা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি এসব করার জন্য ভারত কর্তৃক সম্পূর্ণ অন্যায়ভাবে এই অঞ্চলের স্থানীয় নেতৃত্বকে বিগত এক বছরের জন্য আটকে রাখা হয়েছে।

মন্তব্য করুন