বগুড়ায় ফেনসিডিলসহ মা-ছেলে আটক

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

বগুড়ায় ফেনসিডিলসহ মা-ছেলেকে আটক করেছে র‌্যাব।

রবিবার সকাল সোয়া ৯টার দিকে সদরের উত্তর চেলোপাড়ার শেখপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- সদরের উত্তর চেলোপাড়ার মৃত সামাদ শেখের স্ত্রী পিয়ারা বেগম (৫৫) ও তার ছেলে সুরুজ শেখ (৩২)।

রবিবার দুপুরে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ ওই মা-ছেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড এবং নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের মাদক ব্যবসায়ী দাবি করে বগুড়া র‌্যাব-১২ সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন থেকেই জেলার বিভিন্ন এলাকায় মা-ছেলে মিলে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন