
পাবলিক ভয়েস : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই রব্বানী (২২) নিহত হয়েছেন।
আজ রোববার (২০ জানুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে উপজেলার বালিয়ান গ্রামের আ. কাদেরের দুই ছেলে নুরুল হক ও রব্বানীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল হক পাওয়ার টিলারের (ট্রাক্টর) হ্যান্ডেল দিয়ে বড় ভাই রব্বানীর মাথায় আঘাত করে। এতে রব্বানী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবার ও স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু রব্বানীকে হাসপাতালে না নিয়ে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। রাত ১০টার দিকে হঠাৎ বমি শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে রব্বানী মারা যান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

