

ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক, লিও ক্লাব অব চিটাগাং ম্যাজিস্টিক সিটির ভাইস প্রেসিডেন্ট ও পরিচিত সমাজকর্মী জাওয়াদুল কারীমকে বাংলাদেশ ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা ওসমান কাসেমীর উপর অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্তদের হামলার ঘটনায় থানায় তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে – বাংলাদেশ ছাত্র খেলাফত চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা ওসমান কাসেমীর উপর গত কয়েকদিন আগে অজ্ঞাত পরিচয়ের কিছু যুবক হামলা করে। যে হামলার পর তাদের রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়িয়েছে। পরবর্তিতে এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।
[হামলার পর রক্তাক্ত ওসমান কাসেমী ও তার একজন সহকারী]
সেই মামলার সূত্র ধরে জাওয়াদুল করিমকে গত ২২ জু্লাই রাতে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তিতে দিনভর প্রায় ২৪ ঘন্টা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন উপায়ের মাধ্যমে তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়।
তবে এ ঘটনার সাথে জাওয়াদুল করিম-এর কোন ধরনের সম্পর্ক নেই বলেই জানা যায়। থানা থেকে ছাড়িয়ে আনার সময় লিখিত ছাড়পত্রে সংশ্লিষ্ট থানা থেকে বলা হয়েছে এই ঘটনার সাথে যাওয়াদুল করীমের কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি।
এ বিষয়ে যাওয়াদুল করীম পাবলিক ভয়েসকে বলেন, উসমান কাসেমির এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমার সাথে এ ঘটনার কোনো সম্পর্কই নেই। এরপরও এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে থানায় যেতে বলা হলে আমি নির্দ্বিধায় থানায় চলে যাই এবং পুলিশকে সহায়তা করি। আমি মনে করি কেউ আমার উপর ব্যক্তিগত কোনো ক্ষোভ থেকেই এই ঘটনার সাথে আমাকে জড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে ওসমান কাসেমীর কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তিনি পাবলিক ভয়েসকে বলেন – বিষয়টি থানার তদন্তাধিন বিষয় তাই এ বিষয়ে আমি কিছু বলতে রাজি নই। জাওয়াদুল করীম আমার আত্মীয় হন। তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। থানা কর্তৃপক্ষ বিশেষ কোনো কারণে হয়ত তাকে নিয়েছিলো এবং পরবর্তিতে তাকে ছেড়ে দিয়ে বলেও জেনেছি।
কেন এবং কিভাবে তাঁর উপর হামলা হয়েছে জানতে চাইলেও তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।