অমর একুশে গ্রন্থমেলা-১৯’য় আসছে কবি মাহমুদুল হক জালীস’র ‘স্বর্গীয় গন্দম’

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
‘স্বর্গীয় গন্দম’র কভার
পাবলিক ভয়েস: 
আদম আ. গন্দম কেনো খেয়েছিলেন, জানেন?
– চিরকাল জান্নাতে থাকবার জন্য।
– উঁহু। সঙ্গে হাওয়া আ. কে চিরকাল কাছে পাবার জন্যও।
– এখন তোমাকে কাছে পাওয়ার জন্য আমাকেও গন্দম খেতে হবে নাকি?
– হুম। আবার কী!
– তাহলে ভালোই হবে। আমাকে তোমাকে বের করে দেয়া হবে এই পৃথিবী থেকে। বেহেশত থেকে বেরিয়েছিলেন আদম-হাওয়া। আমরা বেরুবো পৃথিবী থেকে। মেঘের দেশে আমি তুমি মিলে শুরু হবে নতুন এক পৃথিবীর।
– সেই পৃথিবীর নাম হবে ‘ডি ডাব্লিউ’।
এসব কাহিনী দিয়েই সাজানো হয়েছে- ‘স্বর্গীয় গন্দম’
লিখেছেন, জনপ্রিয় লেখক ও কবি  মাহমুদুল হক জালীস।
বইটি প্রকাশ করছে  ‘ঘাসফুল’
প্রচ্ছদ করেছেন,  আল নোমান। মূদ্রিত মূল্য : ১৮০৳  প্রকাশকাল: একুশে বইমেলা ২০১৯

মন্তব্য করুন