মাত্র ৬৫ দিনে কুরআনের হাফেজ শিশু আহমাদ তাইমিয়া

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
হাফেজ শিশু আহমাদ তাইমিয়া

বিশেষ প্রতিবেদন-

আহমাদ তাইমিয়া । বয়স ৯ বছর। এই বয়সটা তার দুরন্তপনার। মাঠ-ঘাট দৌড়ে চারপাশ মাতিয়ে তোলার। কিন্তু সময়টা পবিত্র কুরআন পাঠে ব্যয় করে মাত্র ৬৫ দিনে পূর্ণ হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ঝিনাইদহের কোটচাঁদপুর এর কিরআতুল কোরআন কওমী মাদ্রাসার ছাত্র ।

হাফেজদের মতে, পূর্ণাঙ্গ কুরআন মুখস্ত করতে একজন মানুষের স্বাভাবিকভাবে সময় লাগে ৬ মাস। কিছু কিছু শিশু সাড়ে চার থেকে ৫ মাসেও এটি সম্পন্ন করতে পারে। কিন্তু মাত্র ৬৫ দিনে পবিত্র কুরআন আয়ত্ব করে হাফেজ হওয়ার নজির চলতি সময়ে নেই বললেই চলে। তাই আহমাদ তাইমিয়ার এ অর্জন বিশ্বের নতুন বিস্ময়।

আহমাদ তাইমিয়ার মাদরাসার মুহতামিম মাওলানা ইবরাহিম সাহেব এই খবর নিশ্চিত করেছেন, তিনি বলেন, আমি অনেক ছাত্র পেয়েছি।আহমাদ তাইমিয়ার মতো পাইনি। তার মেধায় জাদুকরি শক্তি আছে। পড়া দেয়ার সঙ্গে সঙ্গে সে মুখস্থ করে ফেলে। শিক্ষক ডেকে হাজিরা দেয়। চমৎকার সুশৃঙ্খল, অমায়িক ও মার্জিত হওয়ায় তার প্রতি সবার আকর্ষণটা আলাদা।

মন্তব্য করুন