সরকারি বরিশাল কলেজের নাম ‘অপরিবর্তিত’ রাখার দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানবন্ধন

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের সরাসরি বিরুদ্ধে।

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ১৮ জুলাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে নগরীর প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এক বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বাহন। ৬০ বছর পুরোনো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ঐতিহ্যকে বিনষ্ট করবে বলে মনে হচ্ছে। কিছু দিন ধরে লক্ষ্য করছি বরিশালের ঐতিহ্যেকে মিটিয়ে দেয়ার জন্য উঠে-পড়ে লেগেছে, যা আমরা কোনো ভাবে মেনে নিতে পারছি না।

তিনি আরো বলেন, বরিশাল আমাদের প্রানের স্পন্দন যদি কারো বরিশাল পছন্দ না হয় তবে বরিশাল ছেড়ে চলে যেতে পারেন তবুও ইতিহাস ও ঐতিহ্যকে কোনোভাবেই বিনষ্ট করতে দিব না।

মানবন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতির বক্তব্যে বলেন, আমরা লক্ষ্য করেছি প্রত্যেক জেলা শহরেই ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জেলার নামেই একটি নন্দিত বিদ্যাপীঠ গড়ে উঠেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রনালয় মাদারীপুরে সরকারি নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারি কলেজ নামকরনের পদক্ষেপ নিয়েছে অথচ সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে। যা বরিশালের ঐতিহ্যকে মিটিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রকে বাস্তবায়িত করবে বলে মনে করছি। এমনকি কলেজটির নাম পরিবর্তনের দাবি মানতে পারছে না কলেজটির সাবেক এবং বর্তমান কোনও শিক্ষার্থী।

সর্বোপরি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর পক্ষ্য থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের আহবান জানানো হয় যে, বরিশালের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখা হোক।###

এনএইচ/ পাবলিক ভয়েস

মন্তব্য করুন