আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

পোবলিক ভয়েস : সাভারের আশুলিয়ায় শ্রিতি (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

গতকাল শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ঘোষবাগের বড় বাড়ি এলাকার আজগর আলীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়মনসিংহের গফুরগাঁও এলাকার সুজন মিয়ার মেয়ে শ্রিতি। স্বামীর নাম রানা (২৬)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, আশুলিয়ার ঘোষবাগের বড় বাড়ি এলাকার একটি বাড়িতে ঝুলন্ত অবস্থায় শ্রিতির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন