মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
প্রতীকী ছবি

পাবলিক ভয়েস : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

মরদেহটি মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকদের একজনের কিনা তা খোঁজ নিয়ে দেখছে পুলিশ।

আজ রোববার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গজারিয়া লঞ্চঘাটের প্রায় এক কিলোমিটার দক্ষিণ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ আলী জানান, মরদেহটি মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২০ শ্রমিকের কোনো একজনের কিনা তা জানার চেষ্টা চলছে। নিখোঁজ শ্রমিকদের স্বজন ও বেঁচে যাওয়া শ্রমিকদের মরদেহটি দেখানো হবে।

মন্তব্য করুন