গণমানুষের হয়ে কাজ করতে চান কামরুল হাসান রিপন

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

ইউসুফ পিয়াস: ঢাকা ০৫ আসন নির্বাচনী এলাকায় গণমানুষের হয়ে জণগনের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন ঢাকা ০৫ ‍উপনির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব কামরুল হাসান রিপন।

আজ বুধবার বিকালে নির্বাচনী এলাকা দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসুচিতে আলোচনায় সভায় তিনি উপরিউক্ত কথাগুলো বলুন।

তিনি বলেন, দেশের পরিবেশ রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব। আর পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই তিনি প্রত্যেককে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করে গাছ লাগানোর জন্য আহবান জানান।

কামরুল হাসান রিপন ঢাকা মহানগর দক্ষিণের সেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে পালন করছেন।  গতমাসে রাজধানী রমনা পার্ক থেকে  বৃক্ষরোপন কর্মসূচি শুরু করে ঢাকা মহানগর দক্ষিণের সেচ্ছাসেবক লীগ। সেই থেকে ধারাবাহিক ভাবে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড সহ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছেন কামরুল হাসান রিপন।

বৃক্ষরোপন কর্মসূচীতে ‍উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ওয়ার্ড এর আওয়ামী লীগ, সেচ্ছসেবক লীগ, যুব লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন