

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদরের গাছবান এলাকায় ঘরে ঢুকে রনিক ত্রিপুরা (৪১) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রনিক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে।
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ হত্যাকাণ্ডের জন্য এমএন লারমা নেতৃত্বাধীন জেএসএস কে দায়ী করছেন। তিনি বলেন, রাতে ৪-৫ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী ঘরে ঢুকে রনিককে গুলি করে পালিয়ে যায়।
তবে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে জেএসএস। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।