আল্লামা শফীর নির্দেশে হাটহাজারী থেকে প্রকাশ হয়েছে ‘ফাতওয়ায়ে মুঈনুল ইসলাম’

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

রাশিদুল ইসলাম : বাংলাদেশের প্রাচীনতম দীনি শিক্ষা নিকেতন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই দেশে শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠার পাশাপাশি দীনের বহু অঙ্গনে ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে কাজ করে আসছে।

বিশেষত মুসলমানদের বিভিন্ন দীনি জিজ্ঞাসার সঠিক সমাধানের মত গুরুত্বপূর্ণ কাজও জামিয়ার ইসলামি আইন-গবেষণা বিভাগের পাশাপাশি জামিয়ার মুখপত্র (ধর্ম ও তাহযীব বিষয়ক সাময়িকী ) মাসিক ‘মুঈনুল ইসলাম’ এর মাধ্যমে প্রায় ত্রিশ বছর থেকে সমাধান দিয়ে আসছে।

পত্রিকা প্রকাশিতর শুরুলগ্ন থেকেই জিজ্ঞাসা- সমাধান বিভাগটির দায়িত্ব পালন করে আসছে জামিয়ার উচ্চতর বিভাগ ‘তাখাসসুস ফিল ফিকহিল ইসলমী (ইসলামি আইন-গবেষণা) বিভাগ।

উম্মাহর বৃহৎ ফায়দার জন্য জামিয়ার মহাপরিচালক শায়খুল ইসলামা আল্লামা শাহ আহমদ শফী হাফিযাহুল্লাহুর নির্দেশনায় মাসিক মুঈনুল ইসলাম পত্রিকায় প্রেরিত প্রশ্নের সমাধান গুলো একত্রিত করে, ফেকহী কিতাবের নিয়ম অনুযায়ী ভাগ ভাগ করে নতুন সূত্রে ভলিয়ম আকারে সংকলন করা হয়েছে ‘ফাতওয়া মুঈনুল ইসলাম’-১।

সংকলনের এ গুরুদায়িত্ব পালন করেছে জামিয়ার নব উচ্চতর বিভাগ ‘দারুত তাসনীফ’। বিভাগটির প্রথম বছরের সংকলন হিসেবে উক্ত ফাতওয়ার খণ্ডটি তাঁরা সাফল্যের সাথে সাফল্যের সাথে সক্ষম হয়েছে।

‘ফাতওয়া মুঈনুল ইসলাম’ এর প্রথম খণ্ডে রয়েছে কিতাবুত তহারত (পবিত্রতার অধ্যয়) এবং সালাতর (নামাজ বিষয়ক অধ্যয়)। এরপর ধারাবাহিকভাবে আরও কিছু খণ্ডে ফাতওয়ার কিতাবটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

ফাতাওয়ার কিতাবটি সংকলন প্রস্তুত করে, সত্যায়নের জন্য ফাতওয়া বিভাগের সকল উস্তাযের কাছে পাঠানো হলে, সকলেই গুরুত্বের সাথে সংকলনটি দেখেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। বিশেষত মুফতী নূর আহমাদ. মুফতী আবদুস সালাম চাটগামী. মুফতী জসীমুদ্দীন. মুফতী কিফায়াতুল্লাহ . এবং মুফতী ফরীদুল হক প্রমূখগণ কিতাবটি সত্যায়ন ও মাসআলা সম্পাদনা করেছেন।

উল্লেখ্য, কিতাবটির শুরুতে দীর্ঘ ৬০ পৃষ্ঠাব্যাপী মুফতিয়ানে কেরাম ও আসাতিযায়ে কেরামের দুআ ও অভিমত রয়েছে।

কিতাবটির সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে, জামিয়ার বিশিষ্ট ফকীহ ও মুহাদ্দিস মুফতী কিফায়াতুল্লাহ জ্ঞানগর্ভ ভূমিকা বর্ণনা। তাঁর লিখিত ‘ফাতাওয়া মুঈনুল ইসলাম : কিছু মৌলিক আলোচনা” শীর্ষক ভূমিকায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে। কিতাবটি বিশেষত ফিকহ-ফাতাওয়ার সাথে সম্পর্ক রাখেন- এমন প্রত্যেকের জন্য উপকারে আসবে।

কিতাবটি সংকলনের ক্ষেত্রে ‘দারুত তাসনীফ’ বিভাগটিকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, মাসিক মুঈনুল ইসলামের সম্পাদক, দারুত তাসনীফ বিভাগের নেগরান মুফতী আবদুল্লাহ নাজীব।

উন্নতমানের কাগজে ছাপানো কিতাবটির প্রাথমিক মূল্য ধরা হয়েছে – তিনশত পঞ্চাশ টাকা। আপতত হাটহাজারী মাদরাসার মাসিক মুঈনুল ইসলাম কার্যালয়ে কিতাবটি পাওয়া যাবে। পরবর্তিতে দেশের বড় বড় বেশিরভাগ লাইব্রেরীতেই কিতাবটি পাওয়া যাবে বলে জানা গেছে। সামগ্রিক বিষয়ের জন্য যোগাযোগ : ০১৬৩৮-২৩৪৫৩৫ এই নাম্বারে।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন