শাহনাজ লাঘারী : বিশ্বের প্রথম পূর্ণ পর্দাশীল পাইলট ক্যাপ্টেন

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
শাহনাজ লাঘারী। বিশ্বের প্রথম পর্দাশীল মুসলিম পাইলট।

ইতিপূর্বে বিভিন্ন সময়ে কেবল হিজাব এবং ওড়না গায়ে জড়িয়ে বিশেষ কিছু পেশায় যুক্ত হয়ে মুসলিম নারীরা আলোচনায় এলেও প্রথমবারের মত পূর্ণাঙ্গ পর্দা অনুসরণ করে বিমানের পাইলট ক্যাপ্টেন হয়ে আলোচনায় এসেছিলেন পাকিস্তানের শাহনাজ লাঘারী নামের একটি মেয়ে।

বিমানের ককপিটে শাহনাজ লাঘারী

হাত, পা চেহারাসহ আপদমস্তক বোরখায় জড়িয়ে যিনি বসছেন বিমানের ককপিটে এবং বিশ্বের প্রথম বোরখাওয়ালী নারী পাইলট হিসেবে নিজেকে পরিচিত করে ফেলেছেন বিশ্বজুড়ে। গিনেস বুক ওয়ার্ল্ডেও উঠেছে তার নাম।

পূর্ণাঙ্গ পর্দা মেনে বিমান উড়াচ্ছেন তিনি।

শাহনাজ লাঘারী হলেন প্রথম পাকিস্তানী মহিলা পাইলট যিনি বোরখা পরে বিমান উড়িয়েছিলেন। এই কৃতিত্বের জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও তালিকাভুক্ত হয়েছেন। ২০১৬ সালে তিনি প্রথম বিমান উড়িয়েছিলেন।

প্রথম বিমান উড়িয়েছিলেন ২০১৭ সালে। ছবি : নিউজ পাকিস্তান।

শাহনাজ একজন বিমান পাইলটই নন। তিনি একজন ভাল সমাজকর্মী, রাজনীতিবিদ এবং মুসলিম মহিলাদের জীবন-জীবিকা নির্বাহের বেশ কয়েকটি প্রশিক্ষণমূলক সংগঠন এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন। তিনি পাকিস্তানের নারীর জীবন উন্নয়নের জীবন্ত উদাহরণে পরিণত হচ্ছেন। তিনি পাকিস্তানে নারী ও মেয়েশিশুর উন্নয়নের জন্য আওয়াজ তুলে আলোচিত হয়েছেন।

শাহনাজ সম্পর্কে আরও জানা যায় – তিনি তিন সন্তানের গর্বিত মা এবং একজন প্রভাবশালী নারী। পাকিস্তানকে সাধারণত পুরুষ আধিপত্যশীল দেশ হিসাবে বিবেচনা করা হয় এবং এই জাতীয় দেশে একজন মহিলা ক্যাপ্টেন শেহনাজ লাঘারী তার কাজের মাধ্যমে ইতিহাস রচনা করে চলছে।

শাহনাজ লাঘারী রাজনীতিতেও সম্পৃক্ত রয়েছেন – শাহনাজ লাহোরে একটি আসন থেকে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে (সাধারণ নির্বাচন -২০১৪) সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পরে মে ২০১৮ সালে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলকিউ) যোগদান করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথেও কয়েকবার সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন