

ময়মনসিংহের পাশাপাশি হটস্পট নারায়নগঞ্জেও গত চারদিন ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।
জানা গেছে করোনা পরীক্ষার জন্য কিট সংকটের কারণে নারায়ণগঞ্জে তিনশত শয্যা বিশিষ্ট হাসপাতালের ল্যাবে গত বুধবার (১৭ জুন) থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে।কবে নাগাদ পরীক্ষা শুরু হচ্ছে তার জবাব মেলেনি কোথাও। তবে গতকাল রোববার (২১ জুন) থেকে নমুনা পরীক্ষার জন্যে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদফতরে ধারনা দিয়েও কিট আনতে পারেননি। পাশাপাশি গত ৪ দিন আগে অধিদফতর থেকে সরবরাহ কিট এই হাসপাতালের ল্যাবে পরীক্ষণের অনুপযুক্ত। ফলে কোন রকমের করোনার নমুনা পরীক্ষার জন্য কোনো সিরিয়াল নেয়া হচ্ছে না এ হাসপাতালে। একই অবস্থা দেখা গেছে জেলার অন্য করোনা টেস্ট বুথগুলোতেও।
কিট সংকটের কথা স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, গত বুধবার থেকে আমাদের পরীক্ষা বন্ধ রয়েছে। আমাদের লোক গত দু’দিন ধরে স্বাস্থ্য অধিদফতরে বসে আছে। সার্বক্ষণিক কথা বলছি, অনুরোধ করছি কিটের জন্য। কিন্তু অদ্যাবধি কিট মেলেনি।
ডা. গৌতম আরও বলেন, ৪ দিন আগে আমাদের কিছু কিট দেয়া হয়েছিল। কিন্তু সেগুলো আমাদের মেশিনে রান করার মতো (টেস্টের জন্য) উপযুক্ত নয়।
এ ব্যাপারে গত বৃহস্পতিবার ১৮ জুন জেলা করোনা সমন্বয় কমিটির ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, কিট নেই এটা সত্য। তবে আমরা কিছু কিছু নমুনা নিচ্ছি এবং সেগুলো রূপগঞ্জের গাজী পিসিআর ল্যাবে প্রেরণ করছি।
তিনি বলেন, রেড জোন যেহেতু তাই নমুনা পরীক্ষার গতি যেখানে বাড়াতে হবে সেখানে স্বল্পতার কারণে আমাদের টেস্ট কার্যক্রমের গতিতে ভাটা পড়েছে। আশা রাখছি অল্প সময়ের মধ্যেই কিট চলে আসবে এবং পরীক্ষা শুরু হবে।
নারায়ণগঞ্জে করোনা রোগীদের জন্য নির্ধারিত এই হাসপাতালের ল্যাবে ৪ দিন পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা বিড়ম্বনায় পড়েছেন।
এ ঘটনায় পর জেলা করোনা প্রতিরোধ কমিটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, কীট সরবরাহের আগ পর্যন্ত নারায়ণগঞ্জের নমুনা ঢাকার আইইডিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।
গত ৪ দিনে পরীক্ষা বন্ধ থাকায় পাঁচ শতাধিক নমুনা সেখানে আটকে আছে।
নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, দু-এক দিনের মধ্যে নারায়ণগঞ্জে কীট সরবরাহ হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে। আর ততোদিন ঢাকার আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষা করা হবে। রোববার (২১ জুন) সকাল থেকে ঢাকায় নমুনা পাঠানো হবে।
এমএম/পাবলিকভয়েস