উত্তরা মাইলস্টোনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজন পাইলট নিহত, আহত অগণিত 

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

আশরাফ আলী ফারুকী

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং সৃষ্টি হয় তীব্র আতঙ্ক।

বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হওয়ার পরপরই এলাকাবাসীর মাঝে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। দ্রুতই সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যুক্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সম্মিলিতভাবে কাজ শুরু করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

উদ্ধার অভিযানে রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দলও অংশ নেয়। তারা স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সক্রিয় ভূমিকা পালন করে।

ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিস্তারিত অনুসন্ধান শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

দুর্ঘটনায় নিহত পাইলটের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে রাষ্ট্রীয় ও সামরিক পর্যায়ে শোক প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন