
এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে নুরুজ্জামান পন্ডিত বাড়ির আব্দুল হামিদ (৫১) নামের একব্যক্তি করোনা উপসর্গ নিয়ে আজ ভোর ৬ টায় ঢাকায় মৃত্যু বরণ করেন।
পরিবার সূত্রে জানা যায়, আব্দুল হামিদ ঢাকায় গ্রীনটেড হাউজ নামের একটি ট্রাভেল অফিসে চাকুরি করতেন, দীর্ঘদিন জ্বর,সর্দি কাশিতে ভোগছিলেন তিনি,গতকাল করোনা টেষ্টের জন্য পিজি হাসপাতালে নমুনাও দেয়া হয়েছিলো তার। একাধিক ডাক্তারের চেম্বারে আব্দুল হামিদকে দেখাতে চেয়ে ব্যর্থ হয়ে অনলাইনে টিটমেন্ট নিয়েছিলেন বলে জানান তার পরিবার। কিছুটা সুস্থহয়ে উঠলেও আজ সকাল ৬ টায় ঢাকায় ভাড়া বাসায় মৃত্যুবরণ করেন আব্দুল হামিদ।
করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী আব্দুল হামিদের কাফন-দাফনের জন্য কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আহ্বানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা টিম।
টিমের প্রধান মাওঃ আবুবকর সিদ্দিক হারুন ও মাহমুদ মাদানীর নেতৃত্বে আজ বিকেল ৪ টায় আব্দুল হামিদের নিজ বাড়িতে দাফন-কাফন সম্পন্ন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এসময় দাফন-কাফনে আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারী নূরুল করিম ফারুক,ইশা ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা দক্ষিনের সভাপতি হাফেজ ওলিউল্যাহ, মিজানুর রহমান,হাফেজ ওমায়ের, আব্দুল্যাহ আল মামুন সহ প্রমূখ।
ওয়াইপি/পাবলিক ভয়েস

