মাইকিং করে রোগী ডাকছে ক্লিনিকগুলো

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সৈয়দপুরে চিকিৎসকরা বাসা ও চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেন।

গত ২৬ মার্চের পর বাসা ও চেম্বারের সামনে আগামী এক মাস রোগী দেখা বন্ধ, রোগী দেখা সাময়িক বন্ধ এজন্য ক্ষমা চেয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। ফলে সামান্য রোগে ওইসব চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগীরা ফিরে আসেন।

সরকারের কঠোর নির্দেশনা ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় নীলফামারীর সৈয়দপুরে করোনাকালে মাইকিং করে সাধারণ রোগীদের ডাকছে ক্লিনিকগুলো। ফলে এখানকার রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, ডাক্তাররা মানবতার সেবার মনোভাব নিয়ে এ পেশায় এসেছেন। মানুষের এই ক্রান্তিকালে এ ধরনের আচরণ কারো কাম্য নয়। বর্তমানে সৈয়দপুরে করোনা ভাইরাসে উপজেলা চেয়ারম্যানসহ মোট ৩৯ জন আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা নীলফামারী, সৈয়দপুর হাসপাতালের আইসোলশনে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

এ পরিস্থিতিতেও সৈয়দপুরের চিকিৎসকরা রোগী দেখা শুরু করেছেন। তবে এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব মেনে তা করা হচ্ছে। শহরের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারসহ বেশ কয়েকটি ক্লিনিক মাইকিং করে রোগী আসার আহ্বান জানানোয় বিষয়টিকে ভালো চোখে দেখছেন সুধীজন।

ওয়াইপি/পাবলিক ভয়েস

মন্তব্য করুন