করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেলো স্বাস্থ্যসচিবের স্ত্রীর

করোনা মৃত্যু

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহার। শনিবার রাত সোয়া ১২টার দিকে সিএমএইচে ভর্তি অবস্থায় মারা গেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে – তিনি করোনা আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যসচিবের একান্ত সচিব (পিএস) খন্দকার জাকির হোসেন রাত ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

একই দিনে মারা গেছেন সরকারের আরও দুজন গুরুত্বপূর্ণ ব্যাক্তি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ জায়েদও ১৩ জুন শনিবার মারা গেছেন।

এদিকে, করোনা আক্রান্তের সংখ্যা দেশে বেড়েই চলছে। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২,৮৬৫ জনের মধ্যে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এর ফলে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের হিসেবে চীনকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মোট ১৬,৬৩৮টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন