নওগাঁয় ছাত্রলীগ নেতার বাড়িতে পাচারকালে সরকারি ১৮০ বস্তা গম উদ্ধার

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর পোরশায় ছাত্রলীগ নেতার বাড়িতে পাচারকালে ট্রলি ভর্তি সরকারি ১৮০ বস্তা গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৮ জুন) পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের সবাইকে গ্রেফতার করা হবে।

জানা যায়, পোরশার নিতপুর সরকারি গুদাম থেকে কর্মকর্তা আব্দুল মতিনের সহযোগিতায় সেখান থেকে এক ছাত্রলীগের নেতার ওই গম বাড়িতে পাচার করা হচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে রোববার (৭ জুন) রাত ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় নাছিরের বাড়ির সামনে থেকে একটি ট্রলি বোঝাই ১৮০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়।

ইউএনও জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নাসির। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। পরে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদ্য গুদাম পরিদর্শন করে ১৮০ বস্তা সরকারি গম পাচারের সত্যতা পান।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, মূল আসামি নাসির উদ্দিন পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। তবে এ ঘটনায় অন্য যে কেউ জড়িত থাকলে তাদেরও ধরা হবে।

/এসএস

মন্তব্য করুন