আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী-র মৃত্যুতে শায়খে চরমোনাইর শোক প্রকাশ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা সাহান-আরা-আব্দুল্লাহ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

একই সাথে তিনি মরহুমার সকল অপরাধ ক্ষমা করে আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করেন এই দোয়াও করেন।

প্রসঙ্গত : সাহান-আরা-আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, মুক্তিযুদ্ধের সময় বীরঙ্গনা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। একই সাথে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার সেই কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাফন দেওয়া হয়।

জানাযা ও দাফন বিষয়ে জানা যায় – আজ সকাল সাড়ে ৮টায় বরিশাল মুসলিম গোরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে শাহান আরা আবদুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক এস. এম. অজিয়র রহমান।

মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়াও মরহুমার স্বামী আবুল হাসানাত আবদুল্লাহ, তার তিন ছেলে ও শুভাকাক্ষীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।

#আরআর/পাবলিক ভয়েস

মন্তব্য করুন