

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবউর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার এক যুবকে গ্রেফতার করছে পুলিশ।
আটককৃত যুকবের নাম মেহেদী মাসুদ (২৭)। সে আশড়ন্দ কাটনি পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিলো। মামলার পর থেকেই পলাতক ছিলেন মেহেদী মাসুদ। গতকাল রোববার তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ই মে মেহেদী তার ফেসবুক আইডি থেকে জাতির জনক ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করেন পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা মোফাচ্ছের হোসেন সাদ্দাম। এর পর থেক পলাতক ছিলেন তিনি।
পরে প্রযুক্তির সাহায্যে মেহেদী মাসুদের লোকেশন ট্রাক করে শনিবার রাতে সাপাহার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তি কারী পলাতক আসামি মেহেদী মাসুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ইতি মধ্যে থানায় একটি মামলাও হয়েছে। প্রচলিত নিয়মে আসামিকে আজ রবিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তি কারি সেই মেহদী মাসুদের দ্রুত বিচার দাবি করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা এবং তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতেও দেখা গেছে।
/এসএস