অনলাইন ম্যাপে দেখুন আপনার এলাকার লকডাউনের অবস্থা

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশকে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে তা দেখানো হচ্ছে।

ম্যাপ অনুযায়ী রেড জোন বা পুরোপুরি লকডাউন করা হয়েছে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন করা হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে গ্রিন জোনের আওতাভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলকে লকডাউন করা হবে না।

তাই প্রশ্ন আসতেই পারে আপনি কোন জোনে আছেন। তাহলে নিচের ম্যাচ থেকে জেনে নিন-

বাংলাদেশের লকডাউনের অবস্থা-

ঢাকা মহানগর থানার লকডাউন অবস্থা-

এমএম/পাবলিকভয়েস

মন্তব্য করুন