ভোলায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

ভোলা প্রতিনিধি: ‌ভোলায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়ে‌ছে। এসময় মোহাম্মদ আলী (৪৫) ও মোঃ কাসেম (৫০) নামে দুই কৃষক আহত হয়েছে।

‌নিহত আব্দুল মালেক ভোলা সদর উপজেলার ভেদু‌রিয়া ইউ‌নিয়নের ৩নং ওয়ার্ডের চরকা‌লি গ্রামের মৃত মুকবুল আহম্মেদের ছেলে। আহতরা একই গ্রামের বা‌সিন্দা।

‌স্থানীয়রা জানায়, সকাল থেকেই বাড়ির পাশের বিলে ধান ক্ষেতে কাজ কর‌ছিলেন আব্দুল মালেকসহ আলী ও কাসেম। দুপুর দেড়টার দিকে বৃষ্টি ও বজ্রপা‌ত শুরু হয়।

এসময় বজ্রপাত আব্দুল মালে‌কের গায়ে পরলে সে ঘটনাস্থলে নিহত হয়। তার সাথে থাকা মোহাম্মদ আলী ও মো. কাসেম আহত হয়। প‌রে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চি‌কিৎসা দেয়া হয়।

‌ভেলু‌মিয়া পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ মো. আরমান হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

/এসএস

মন্তব্য করুন