ভোলায় দুই চিকিৎসকসহ নতুন ৮ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা আমির হোসেন নামে এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে বরিশালে মারা যাওয়া পর শুক্রবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় দুই চিকিৎসকসহ নতুন করে আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত সোমবার চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের আমির হোসেন নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।

ভোলা সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী জানান, ভোলায় নতুন আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চরফ্যাশন হাসপাতালের দুই জন চিকিৎসক ও ভোলা

জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের এক কর্মী রয়েছে। এছাড়াও ভোলা সদরের একজন আইনজীবী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬১ জনে। আর মোট মৃতের সংখ্যা দুই জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন।

/এসএস

মন্তব্য করুন