নওগাঁয় ডেপুটি সিভিল সার্জনসহ শনাক্ত ১৪, ল্যাব স্থাপনের দাবিতে স্মারকলিপি

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২০

নওগাঁয় ডেপুটি সিভিল সার্জন সহ আরো ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪৬

বুধবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুনজুর এ মোরশেদ সহ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে মোট ৮ জন। এছাড়া বদলগাছি উপজেলার ১ জন , মহাদেবপুর উপজেলার ১ জন , পত্নীতলা উপজেলার ১ জন , ধামুরহাট উপজেলার ১ জন ও মান্দা উপজেলার ২ জন।

নওগাঁয় এনিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৮৯ জন। আর প্রাণহানি ঘটেছে ৪ জনের।

এ অবস্থায় নওগাঁয় করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপনের দাবিতে নওগাঁ সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে একুশে পরিষদ। বুধবার (০৩ জুন) দুপুরে এই স্মারকলিপি দেয়া হয়।

এসময় একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা কায়েস উদ্দিন, সভাপতি অ্যাড. ডি এম আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, দপ্তর সম্পাদক খন্দকার হাসেম আলী রঞ্জু উপস্থিত ছিলেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান একুশে পরিষদ নওগাঁর স্মারকলিপি গ্রহণ করেন এবং যথা নিয়মে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করবেন বলে জানান। নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর রশীদের মাধ্যমে একই দাবিতে একুশে পরিষদ নওগাঁ আরো একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়।

/এসএস

মন্তব্য করুন