
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ পুলিশ উপজেলার নবীগঞ্জ এলাকার অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানান, নদীর স্রোতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, উদ্ধার হওয়া লাশটি চার থেকে পাঁচদিন আগের হতে পারে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের গায়ে শার্ট ও হাফ প্যান্ট রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে দ্রুতগামী বালুবাহী পিকআপ ভ্যানের চাপায় নাইম নামের ১০ বছর বয়সী এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে সদর উপজেলার টুমচর গ্রামের ইলির গোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাইম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লক্ষ্মীপুর আল মুহিন ইসলামী একাডেমীর নূরানী বিভাগের ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজু চৌধুরী হাট এলাকা থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক শিশু নাইমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক চালক ও পিকআপ দুটিকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিদর্শন করে পুলিশ আলামত সংগ্রহ করেছে।
/এসএস

