আরো ৬ লাশ দাফন করলো ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, জুন ২, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের লাশ জানাযা ও কাফন-দাফনে সারাদেশে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।

সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা টিম স্ব স্ব এলাকায় হিন্দু-মুসলিম, নারী-পুরুষ নির্বিশেষের সকলের লাশ দাফন করে যাচ্ছে ধারাবাহিকভাবে। এজন্য মহিলা ও সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে টিম গঠন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন।

গত শনিবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত তিনদিনে ৬টি লাশ দাফন করেছে সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা শাখা টিম। সারাদেশে আমাদের প্রতিনিধিদের পাঠানো সর্বশেষ তথ্য নিয়ে খবরের বিস্তারিত তুলে ধরা হলো।

জামালপুর:

গত ৩০ মে শনিবার ভোরে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নামাপাড়া এলাকার বাসিন্দা মো. নয়ন মিয়া (১৮) বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। স্থানীয় আ: সাত্তারের ছেলে।

স্থানীয় প্রশাসনের অনুরোধে শনিবার দুপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন জামালপুর জেলা টিম তার কাফন-দাফন করে।উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর পরবর্তীতে তার রিপোার্ট পজিটিভ আসে।

এর আগে জামালপুরে আরো ৬টি লাশ দাফন করে ইকরামুল মুসলিমীনস ফাউন্ডেশন।

নোয়াখালী:

১লা জুন সোমবার করোনায় মৃত মোজাম্মেল হোসেন স্বপন (৪৫) এর লাশ দাফন করে ইকরামুল মুসলিমীনস ফাউন্ডেশন নোয়ালাখালী জেলা শাখা টিম।

নোয়াখালী সদর উপজেলার নতুন হাট বাজার সংলগ্ন মেম্বার বাড়ীর মোজাম্মেল হোসেন (৪৫) শনিবার সকাল ৭টায় ইন্তেকাল করেন। তিনি সেনবাগ সাহাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শনিবার দুপুরে তার কাফন-দাফন সম্পন্ন করে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন। জানাযা নামাজে ইমামতি করেন তার পিতা আনাল হক্ব মেম্বার।

নোয়াখালী জেলা শাখা টিম এর আগে আরো ৩টি লাশ দাফন করেছে।

ঠাকুরগাঁও:

সদর: ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের বান্দীগড় গ্রামের বাসিন্দা মুহাম্মাদ আহসান হাবীব (৪৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মারা যান। তিনি বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বিন ইয়ামিনের মেয়ের জামাই ছিলেন। তার পিতার নাম হবিবর রহমান (মৃত)।

চট্টগ্রামে মারা যাওয়ার পর লাশ দাফনের জন্য তার নিজ গ্রামে নিয়ে আসা হয়। স্থানীয় প্রশাসনের আহ্বানে গতকাল সোমবার (১ জুন) দুপুরে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখা টিম জানাযা ও কাফন-দাফন সম্পন্ন করে।

পীরগঞ্জ: গতকাল সোমবার (২ জুন) রাতে রাজধানীতে মারা যান পীরগঞ্জের হুমায়ুন কবীর (৪৯)। ঈদের দুইদিন আগ থেকে অসুস্থা নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন। সেখানেই গতকাল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাতেই তার লাশ গ্রামে পৌঁছে। পরে আজ মঙ্গলবার (২ জুন) সকালে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন ঠাকুরগাঁও টিম লাশ দাফন সম্পন্ন করে।

হুমায়ুন কবীর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি রাজধানীতে রেনাটা ফার্মাসিটিক্যাল কোম্পানিতে ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

এনিয়ে ঠাকুরগাঁওয়ে মোট ৩টি লাশ দাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন টিম।

চাঁদপুর:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় টাইফয়েড আক্রান্ত মৃত্যুবরণ করেন মনিরুল ইসলাম। কিন্তু করোনা সংক্রান্ত আতঙ্কে তার কাফন-দাফন ও গোসলে স্থানীয় কেউ রাজী হয়নি। পরে উপজেলা প্রশাসনের অনুরোধে আজ (মঙ্গলবার, ২ জুন) সকালে মনিরুলের গোসল, জানাযা ও লাশ দাফন সম্পন্ন করে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন টিম।

কুড়িগ্রাম:

গত ২৯ মে শুক্রবার মধ্যরাত (বৃহস্পতিবার দিবাগত রাত আড়ােইটা) কুড়িগ্রাম আলিয়া মাদরাসার ইংরেজী প্রভাষক রফিকুলইসলাম রন্জু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে শুক্রবার সকালে তার নিজ গ্রামে লাশ কাফন-দাফন সম্পন্ন করে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখা টিম।

সংশ্লিষ্ট খবর: 

জামালপুরে করোনায় নিহত পুলিশ সদস্যের দাফন সম্পন্ন করলো ইকরামুল মুসলিমীন

প্রশাসনের অনুরোধে জামালপুরে মৃত ব্যক্তির দাফন করলো ইকরামুল মুসলিমীন

বৃদ্ধা মাকে ফেলে গেছে স্বজনরা: বাসস্টান্ডেই মৃত্যু, দাফনে ইকরামুল মসুলিমীন

/এসএস

মন্তব্য করুন