
ভিক্টোরিয়া জুট মিলে আগুন।

পাবলিক ভয়েস : নগরের একে খান মোড় এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, একে খান মোড় এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায় নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।