দূর্গতদের সহায়তায় সিলেটি তরুণের দৃষ্টিনন্দন ‘আরবী ক্যালিওগ্রাফি’ নিলামে

করোনাভাইরাস পরিস্থিতি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ১২, ২০২০

করোনা দূর্গত অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের তৈরি ক্যালিওগ্রাফি চিত্রকর্ম নিলামে তুলেছেন সিলেটের এক তরুণ শিল্পী।

গত ৯ মে শনিবার নিজের ফেসবুক টাইমলাইনে ‘অ্যারাবিক ক্যালিওগ্রাফি-০১’ শিরোনামে চিত্রকর্মটি নিলামে তোলার ঘোষণা দেন আহমেদ কাউছার।

আর্ট পেপারে পোষ্টার কালারে অঙ্কিত ক্যালিওগ্রাফিটি আরবীতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লেখা হয়েছে। ফ্রেমসহ চিত্রকর্মটির দের্ঘ্য ২৬ ইঞ্চি, প্রস্থ ২০ ইঞ্চি। নিলামে ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। এখন পর্যন্ত দাম উঠেছে ৩৬০০ টাকা।

চিত্রকর্মটি অঙ্কন করতে প্রায় ৮ ঘন্টা সময় লেগেছে উল্লেখ্য করে আহমেদ কাউছার জানান, এটি তার কালেকশনে থাকা সবচেয়ে আকর্ষণীয় ক্যালিওগ্রাফি।

কাউছার জানান, একদিনের সময় দিয়ে রোববার নিলাম ঘোষণা করা হয়। পরে গতকালকে (সোমবার) অনেকের অনুরোধে নিলামের সময় বৃদ্ধি করে আজ ১২ মে- মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত করা হয়। সেই হিসেবে আজ রাতেই নিলামে দর হাঁকানোর সময় শেষ হবে।

নিলামের বিস্তারিত:

আইটেম কোড: অ্যারাবিক ক্যালিওগ্রাফি-০১
আর্ট থিম: ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’

★বেইস প্রাইজ বা সর্বনিম্ন মূল্যঃ২ হাজার টাকা।
★বিডিং শেষ হবে ১২মে রাত ১১:৫৯মিনিটে।
★চিত্রকর্মের বিক্রিত টাকা নিজ উদ্যোগে এলাকার গরীব পরিবারের জন্য খরচ করা হবে।
★কীভাবে বিড করবেন: আইটেমটির বেইস বা সর্বনিম্ন মূল্যটি দেখুন এবং আপনার পছন্দসই দামটি কমেন্টে বা ইনবক্সে লিখুন। নির্ধারিত সময়ের আগে যিনি সর্বোচ্চ দাম দিবেন তাকে বিজয়ী ঘোষণা করা হবে।

বিডারকে বিজয়ী হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট বা রেমিট্যান্স হিসেবে পিন নাম্বারে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন।

★কীভাবে পাবেন: যদি বিশ্বনাথ বা সিলেট শহরের ভিতরে হলে শিল্পী নিজে পৌঁছে দিবেন। সিলেট শহরের বাহিরে হলে নিজ খরচে কুরিয়ার করে নিতে হবে।

নিলামে পরিচিত কেউ চিত্র কর্মটি কিনতে বা গরীব অসহায়দের সাহায্য করতে চাইলে বন্ধুদেরকে মেনশন করার আহ্বান জানিয়েছেন আহমেদ কাউছার।

আরো বিস্তারিত তথ্য এবং নিলামে অংশ নিতে আহমেদ কাউছার এর ফেসবুক Ahmed Kawsar এ গিয়ে কমেন্টে করতে হবে।

নিজের তৈরি চিত্রকর্ম হাতে আহমেদ কাউছার

/এসএস

মন্তব্য করুন